ইউ ওয়াই ল্যাব ও সম্ভব টেকনোলোজি লিমিটেডের মধ্যে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর

Created by UY LAB in Events 20 Apr 2024
Share
ইউ ওয়াই ল্যাব ও সম্ভব টেকনোলোজি লিমিটেডের মধ্যে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর।
যৌথভাবে কাজ করার লক্ষ্যে সম্প্রতি এরা একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে, উভয় পক্ষই ছাত্র এবং চাকরি প্রত্যাশীদের জন্য বিভিন্ন ইভেন্ট, সেমিনার এবং চাকরি মেলার আয়োজন করবে।
এই সহযোগিতার মাধ্যমে, উভয় পক্ষই শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীদের জন্য বিভিন্ন দক্ষতা উন্নয়ন বাড়াতে সীমাহীন সুযোগ নিয়ে আসার প্রতিশ্রুতি রাখে। যেখানে সম্ভব একটি ডিজিটাল জব প্ল্যাটফর্ম হিসাবে, শিক্ষার্থীদের চাকরির নিয়োগে সহায়তা করবে।
ইউওয়াই ল্যাবের প্রধান পরিচালন কর্মকর্তা জনাব মোঃ শাহাদাত হোসেন মজুমদার এবং সম্ভব টেকনোলোজি লিমিটেড এর প্রধান পরিচালন কর্মকর্তা জনাব হাসিবুর রহমান এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্ভব টেকনোলোজি লিমিটেড এর পক্ষ থেকে সিনিয়র ম্যানেজার- পার্টনারশীপ এবং গ্রোথ জনাব এস এম মনোয়ার হোসেন, ও মেসবাহ উদ্দিন, এবং ইউওয়াই ল্যাব এর পক্ষ থেকে জেনারেল ম্যানেজার জনাব আবু তাহের সাগর, বিজনেস ডেভেলপমেন্ট হেড জনাব শাহীন আলম, এবং সিনিয়র এক্সিকিউটিভ ও মেন্টর, বিজনেস ডেভেলপমেন্ট জনাব আরিফ এম রাজন।

Comments (0)

Share

Share this post with others

অনলাইন কোর্সে ১০০% স্কলারশিপের সুযোগ

অনলাইন কোর্সে ১০০% স্কলারশিপের সুযোগ

আসন সংখ্যার উপর ভিত্তি করে ইউ ওয়াই ল্যাবের সকল অনলাইন কোর্সে পাবেন ১০০% স্কলারশিপ! আসন নিশ্চিত করতে রেজিঃ করুন এখনই।