তাই বর্তমান আইটি সেক্টরের কথা মাথায় রেখেই দেশের প্রথম ইউ ওয়াই ল্যাব দিচ্ছে বিশেষ স্কলারশিপ পাওয়ার সুযোগ । তাই আইটি সেক্টরে নিজের ক্যারিয়ার গড়তে আজই আমাদের কোর্সটিতে ভর্তি হয়ে যান বিশেষ স্কলারশিপে। যে কোর্সটি আপনাকে আইটি সেক্টরে নিজের ক্যারিয়ার গড়তে সকল ধরনের গাইডলাইন দেয়ার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের জন্যও সাহায্য করবে।
একনজরে দেখে নিন ইউ ওয়াই ল্যাব।
দেখে নিন আমাদের Student Feedback
স্কলারশিপ পেতে ব্যাসিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। যেখানে ২৫ টি সহজ MCQ প্রশ্ন থাকবে।
যে ধরণের প্রশ্ন থাকতে পারে :
০১. পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো-
উত্তর : সুপার কম্পিউটার
০২. কিবোর্ডে মোট কতগুলি "ফাংশন কী" আছে?
উত্তর : ১২টি
০৩. বাইনারি পদ্ধতির প্রতীক চিহ্ন হলো-
উত্তর : ০ এবং ১
০৪. স্ক্যানার একধরনের -
উত্তর : ইনপুট ডিভাইস
০৫. WWW এর সম্পূর্ণ অর্থ কি?
উত্তর : ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব
০৬. পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রাম রচয়িতা কে?
উত্তর: লেডি এডা অগাস্টা।
০৭. পেন ড্রাইভ এর কাজ কী?
উত্তর: তথ্য সংরক্ষণ ও স্থানান্তর করা ।
০৮. shut down কমান্ডের কাজ কী?
উত্তর: কম্পিউটার বন্ধ করে দেওয়া।
০৯. কত কিলোবাইটকে ১ মেগাবাইট ?
উত্তর: 1024 KB = 1 মেগাবাইট/MB
১০. কম্পিউটার শব্দের অর্থ কি?
উত্তর: গননাকারী যন্ত্র।
১১. ই-মেইল কি?
উত্তর: ইলেকট্রনিক মেইল
১২. কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না?
উত্তর: সফ্টওয়্যার।
১৩. কোন কাজ করার জন্য কম্পিউটারকে কি প্রদান করতে হয়?
উত্তর: তথ্য বা ডাটা।
১৪. কোন বিজ্ঞানী কম্পিউটার ভাইরাস নামকরণ করেন?
উত্তর: ফ্রেড কোহেন।
১৫. 0-09 পর্যন্ত Key গুলোর নাম কি?
উত্তর: Numeric key.
১৬. LAN এর পূর্ণ নাম লিখ?
উত্তর: Local Area Network
১৭. File অর্থ কি?
উত্তর: নথিপত্র।
১৮. Apple Computer কত সালে বাজারে আসে?
উত্তর: ১৯৭৬ সালে।
১৯. Save অর্থ কি?
উত্তর: সংরক্ষণ করা।
২০. ক্যাপস লক কী জন্য ব্যবহার হয়?
উত্তর: বড় হাতের লেখার জন্য।
২১. সফটওয়্যার কয় প্রকার ?
উত্তর : দু’প্রকার । অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অপারেটিং সফটওয়্যার ।
২২. কম্পিউটার আবিষ্কার করেন কে ?
উত্তর : চার্লস ব্যাবেজ
২৩.বাংলাদেশে প্রথম ব্যবহৃত বাংলা ফন্ট এর নাম কি?
উত্তর : বিজয়
২৪. ইন্টারনেটের জনক বলা হয় কাকে ?
উত্তরঃ Vinton Gray Ceff
২৫. আঙ্গুলের চাপ ব্যবহার করা হয় কোন প্রযুক্তিতে ?
উত্তর : বায়োমেট্রিক্স ।
২৬. বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কত সালে ?
উত্তর :১৯৯৩ সালে
২৭. ই-মেইলে ’CC’ এর অর্থ কি ?
উত্তর : Carbon Copy.
২৮.গুগল প্রতিষ্ঠিত হয় কত সালে ?
উত্তর : ৪ সেপ্টেম্বর ১৯৯৮ সালে ।
২৯. মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ বিল গেটস ও পল অ্যালেন ।
৩০. টুইটার কতসালে প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তর : ২০০৬ সালে ।
৩১. মাইক্রোসফট কতসালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : ১৯৭৫ সালে ।
৩২. অনলাইনভিত্তিক ব্যাংকিং ব্যবস্থাকে কি বলে ?
উত্তর : ই-ব্যাংকিং ।
৩৩. এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গটিত হয়-
উত্তর :হাইব্রিড কম্পিউটার
৩৪. বর্তমানে (২০১৬) স্মার্টফোন ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : চীন
৩৫. বর্তমানে কম্পিউটার জগতের কিংবদন্তী কে?
উত্তর : বিল গেটস
৩৬. বিশ্বের প্রথম ল্যাপটপের নকশা করেন–
উত্তর : বিল মোগরিজ
৩৭. কম্পিউটার ভাইরাস কি?
উত্তর : একটি ক্ষতিকারক প্রোগ্রাম
৩৮. কম্পিউটার কে আবিষ্কার করেন?
উত্তর : চার্লস ব্যাবেজ
৩৯. অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম প্রথম ব্যবহৃত হয়–
উত্তর : ২০০৮ সালে
৪০. ব্যান্ডউইথ কি?
উত্তর : ডেটাপ্রবাহের হার
৪১ Adobe Photoshop কোন ধরনের প্রোগাম ?
উত্তর Graphics software.
৪২ বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানীর নাম কী?
উত্তর : মাইক্রোসফট
৪৩. AI এর পূর্ণরূপ কি ?
উত্তর artificial intelligence
৪৪.বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন কোনটি ?
উত্তর Google
৪৫.কোন ডিজিটাল কারেন্সি সবচেয়ে পরিচিত ক্রিপ্টোকারেন্সি?
উত্তর Bitcoin
৪৬.OTP পূর্ণরূপ কি ?
উত্তর One time password
৪৭. CPU কী?
উত্তর - Central Processing Unit
৪৮. ক্যাপস লক কী জন্য ব্যবহার হয়?
উত্তর - বড় হাতের লেখার জন্য
৪৯. বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি?
উত্তর - পিপীলিকা
৫০. ল্যাপটপের কোন অংশটি মাউসের কাজ করে?
উত্তর - টাচ প্যাড
৫১.ইউটিউব কোন ধরনের প্লাটফর্ম?
উত্তর ভিডিও শেয়ারিং প্লাটফর্ম
Our Success Story
আমাদের শিক্ষার্থী আলামিন কাজ করছে চ্যানেল আই তে। ইউটিউব এক্সিকিউটিভ হিসেবে।
রাশেদের সফল গ্রাফিক ডিজাইনার হয়ে উঠার গল্প - UY Lab
ক্লাস চলাকালীন সময়ে আমি একটা ই-কমার্স ওয়েবসাইট এর কাজ পাই - UY Lab
আসন সংখ্যার উপর ভিত্তি করে ইউ ওয়াই ল্যাবের সকল অনলাইন কোর্সে পাবেন ১০০% স্কলারশিপ! আসন নিশ্চিত করতে রেজিঃ করুন এখনই।