গ্রাফিক ডিজাইনারদের ইনকামের নতুন সমাধান ফ্রিল্যান্সার ডট কম

Created by UY LAB in Freelancing 31 Oct 2023
Share

আজকের এই ডিজিটাল বিশ্বে গ্রাফিক্স ডিজাইনারদের চাহিদা অনেক অনেক বেশি তা বলাই যায়। আর তাই গ্রাফিক্স ডিজাইনারদের কাজের জন্য খুবই জনপ্রিয় একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হচ্ছে ফ্রিল্যান্সার ডট কম

এই প্লাটফর্মে প্রচুর ক্লায়েন্ট রয়েছে যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ নিয়ে বিভিন্ন কনটেস্ট দিয়ে থাকে। সেখানে এই প্লাটফর্মে থাকা বিশ্বের বিভিন্ন দেশের ফ্রিল্যান্সাররা অংশগ্রহণ করে যার কাজ সবথেকে বেশি ভালো হয় ক্লায়েন্ট তার কাজটি গ্রহণ করে এবং যার কাজটি গ্রহণ করা হয়েছে সে ইনকাম করতে পারে। তাই গ্রাফিক্স ডিজাইনারদের জন্য ফ্রিল্যান্সিং এই মার্কেটপ্লেসটি খুবই ভালো একটি মার্কেটপ্লেস। আজ আমরা তাই এই মার্কেটপ্লেস সম্পর্কে জানবো যে গ্রাফিক্স ডিজাইনারদের জন্য এই মার্কেটপ্লেসটি কেন এত ভালো। 

ফ্রিল্যান্সার ডট কম আসলে কী? 

ফ্রিল্যান্সার ডট কম মূলত এটি হচ্ছে একটি অনলাইন মার্কেটপ্লেস যা সারা বিশ্বের অসংখ্য ফ্রিল্যান্সারদের নিয়ে তৈরি আর এর সাহায্যে ফ্রিল্যান্সাররা নিজেদের ইনকাম করার একটি পথ তৈরি করতে পেরেছে। এটি এমন একটি প্ল্যাটফর্ম যা বিভিন্ন শিল্পে কাজ করে এবং গ্রাফিক ডিজাইন ইকোসিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ। যেখানে গ্রাফিক্স ডিজাইনাররা অনেক ধরনের কাজ করার সুযোগ পায়। যেখান থেকে তারা ইনকামও করতে পারে। 

২০০৯ সালে ম্যাট বারির হাত ধরে free প্লার্টফর্মটির যাত্রা শুরু হয়। জুন ২২, ২০২২ সাল পর্যন্ত যার ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫৯,৯৬১,৭৭৪ জন। এই বিপুল সংখ্যক মানুষ তাদের ফ্রিল্যান্সিং এর জন্য এই প্ল্যাটফর্মটি বেছে নিয়েছে যা থেকে বোঝা যায় যে এটি সকলের জন্য গ্রহণযোগ্য একটি অনলাইন মার্কেটপ্লেস। 

গ্রাফিক ডিজাইনারদের জন্য Freelancer.com কেন? 

বিস্তৃত কাজের পরিসর 

ফ্রিল্যান্সার ডট কম গ্রাফিক্স ডিজাইনারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি মার্কেটপ্লেস। আপনি যদি লোগো ডিজাইন, ওয়েব গ্রাফিক্স বা যেকোনো ধরনের প্রিন্ট ডিজাইন সংক্রান্ত কাজ করেন তবে আপনি এই প্লাটফর্ম থেকে এমন কোনো কাজ খুঁজে পেতে পারেন যা আপনাকে আপনার দক্ষতা অনুযায়ী এবং আপনার আগ্রহের সাথে সামঞ্জস্যপূর্ণ কাজ পেতে সাহায্য করে। 

গ্লোবাল এক্সপোজার 

এই প্ল্যাটফর্মের সাহায্যে আপনি বিশ্বব্যাপী বিভিন্ন দেশের ক্লায়েন্টদের সাথে কাজ করার সুযোগ পাওয়া যায় যা যেকোনো ফ্রিল্যান্সারের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা তারা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের কাজ করতে আসে কারণ ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের কাজ করে তারা ভালো পরিমাণে ইনকাম করতে পারে। আর তাই বিশ্বব্যাপী কাজ করার জন্য ফ্রিল্যান্সার ডট কম প্ল্যাটফর্মটি ফ্রিল্যান্সারদের জন্য কার্যকরী একটি প্লাটফর্ম যেখান থেকে অনেক ফ্রিল্যান্সার মাসে হাজার হাজার ডলার ইনকাম করছে। 

Freelancer.com এ কীভাবে কাজ শুরু করবেন

এই প্লাটফর্মে কীভাবে কাজ করা শুরু করতে হয় তা সম্পর্কে অনেকের ধারণা নেই। চলুন তাহলে জেনে নেয়া যাক কীভাবে এই প্লাটফর্মে কাজ করবেন। 

প্রোফাইল তৈরি করা :

সর্বপ্রথম অন্যান্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের মতো এইখানেও আপনাকে প্রোফাইল তৈরি করতে হবে। যেখানে আপনি নিজের দক্ষতা, অভিজ্ঞতা তুলে ধরে আকর্ষণীয়ভাবে নিজের প্রোফাইল সেট করতে হবে। যার মাধ্যমে আপনি ক্লায়েন্টদের কাছে নিজেকে একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে তুলে ধরতে পারেন। 

প্রজেক্ট ব্রাউজিং করা :

এই প্লাটফর্মে তালিকাভুক্ত বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনের প্রজেক্টগুলো খুঁজে বের করুন। তারপর আপনি আপনার পছন্দমতো প্রজেক্টগুলোতে কাজ করার চেষ্টা করুন। কাজ যদি ক্লায়েন্টদের মনমতো করতে পারেন তবে সেখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। 

কাজের জন্য প্রস্তাব জমা দেওয়া :

আপনার কাজের স্কিলের সাথে যায় এমন প্রজেক্টগুলোতে কাজ করার জন্য প্রস্তাব দিন। ক্লায়েন্টদের কাছে কাজের ব্যাখ্যা দিন যে কীভাবে আপনি তাদের প্রজেক্টটি কমপ্লিট করতে পারেন এইভাবে নিজেকে অন্যদের থেকে আলাদা করুন। 

আপনার পোর্টফোলিও তৈরি : 

আপনি নিজেকে একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে এই প্লাটফর্মে তুলে ধরতে হলে আপনাকে অবশ্যই একজন গ্রাফিক্স ডিজাইনারের পোর্টফোলিও তৈরি করতে হবে। তাছাড়া আপনাকে প্রতিনিয়ত নিজের পোর্টফোলিও আপডেট করতে হবে। 

নিজেকে একজন ফ্রিল্যান্স গ্রাফিক্স ডিজাইনার হিসেবে সফল করতে সফল হওয়ার কিছু টিপস 

বেশি কাজের থেকেও ভালো কাজ করার প্রতি মনোযোগ দেয়া : একসাথে অনেগুলো কাজ নেয়ার থেকে আপনার কাছে যে কাজটি রয়েছে সেটি ভালোভাবে করার দিকে বেশি মনোযোগ দিন। যার ফলে আপনি যদি কোনো ক্লায়েন্টকে নিজের ভালো কাজ দিয়ে সন্তুষ্ট করতে পারেন তবে হয়তো একজন ক্লায়েন্ট থেকেও অনেক কাজ পেয়ে যেতে পারেন।

কার্যকরী যোগাযোগ গড়ে তোলা : আপনি আপনার ক্লায়েন্টদের সাথে সবসময় স্পষ্ট, পরিষ্কার, এবং খোলামেলা কথা বলতে হবে। আপনি তাদেরকে বুঝাতে হবে যে আপনি তাদের কাজগুলো সম্পর্কে বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারবেন। 

টাইম ম্যানেজমেন্ট : সময়ের কাজ সময়ে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা অনেকমানুষকে দেখা যায় যে কাজ ভালো পারে কিন্তু সময়ের গুরুত্ব দিতে জানে না তারা কিন্তু এই ধরনের মার্কেটপ্লেসে বেশিদিন কাজ করতে পারে না । 

ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসের সুবিধা 

ফ্রিল্যান্সার ডট কম এই মার্কেটপ্লেসের কিছু সুবিধা রয়েছে তা আমরা এখন জানবো 

নিরাপদ পেমেন্ট সিস্টেম : freelancer.com থেকে যেকোনো ফ্রিল্যান্সার তাদের ইনকাম করা অর্থ খুবই নিরাপদে নিজেদের কাছে বা নিজেদের পকেটে নিয়ে আসতে পারে যেটি এই মার্কেটপ্লেসের অন্যতম বড় একটি সুবিধা।            

কমিউনিটি এন্ড সাপোর্ট : এই প্লাটফর্মে থাকা গ্রাফিক্স ডিজাইনারদের কোনো একটি গ্রুপে যোগ দিন। যেখান থেকে আপনি যেকোনো ধরনের পরামর্শ চাইতে পারেন, নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন এবং একে অপরের কাছ থেকে শিখতে পারেন।

রেটিং এবং রিভিউস: যে সকল ক্লায়েন্ট আপনার কাছ থেকে সার্ভিস নিয়ে সন্তুষ্ট হয়েছে তাদের থেকে আপনি ইতিবাচক রেটিং নেয়ার চেষ্টা করুন যদি আপনি ক্লায়েন্টদের থেকে ভালো রিভিউ এবং কমেন্ট নিতে পারেন তবে আপনি আপনার প্রোফাইল অনেক বেশি শক্তিশালী করতে পারবেন যা দিয়ে আপনি ক্লায়েন্টদের বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারেন। 

বর্তমান সময়ে ফ্রিল্যান্সার ডট কম যেকোনো উঠতি গ্রাফিক্স ডিজাইনারদের জন্য খুবই ভালো একটি প্লাটফর্ম হতে পারে। এই প্লাটফর্মের সাহায্যে অনেক ভালো ভালো গ্রাফিক্স ডিজাইনার নিজেদের ট্যালেন্ট দেখতে পারছে যার ফলে তারা সেখান থেকে অনেক ভালো পরিমাণে ইনকাম ও করতে পারছে। 

বর্তমানে ফ্রিল্যান্সার এই মাধ্যমটি ফ্রিল্যান্সারদের জন্য অত্যন্ত ভ্যালু প্রদান করার মতো একটি মার্কেটপ্লেস। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত এই প্ল্যাটফর্ম ফ্রিল্যান্সারদের ৩ বিলিয়ন ডলার পেমেন্ট করেছে। তাছাড়া ২০২২ সালে তাদের বার্ষিক আয়ের পরিমাণ ছিল ৫৫.৭ মিলিয়ন ডলার। তো বলা যায় যে এই প্ল্যাটফর্মটি কম সময়ে ফ্রিল্যান্সারদের মাঝে ভালোই সাড়া ফেলেছে। 

অ্যাডভান্স আইটি সেন্টার এর রিপোর্ট অনুযায়ী ফ্রিল্যান্সার ডট কম এই প্লাটফর্মে বর্তমানে ২৫ হাজার বাংলাদেশির ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট রয়েছে তারা এই প্লাটফর্মে বিভিন্ন ধরনের বিভিন্ন গ্রাফিক্সের কাজের কনটেস্ট এ অংশগ্রহণ করে সেই কনটেস্ট গুলো জিতে সেখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারছে যার ফলে তাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ও সফল হচ্ছে। এভাবেই একজন গ্রাফিক্স ডিজাইনারের ইনকামের জন্য ফ্রিল্যান্সার ডট কম একটি কার্যকরী মাধ্যম হয়ে উঠছে বর্তমানে।

Comments (0)

Share

Share this post with others

অনলাইন কোর্সে ১০০% স্কলারশিপের সুযোগ

অনলাইন কোর্সে ১০০% স্কলারশিপের সুযোগ

আসন সংখ্যার উপর ভিত্তি করে ইউ ওয়াই ল্যাবের সকল অনলাইন কোর্সে পাবেন ১০০% স্কলারশিপ! আসন নিশ্চিত করতে রেজিঃ করুন এখনই।